Home

Sunday, July 7, 2013

অনলাইনে গাড়ি রেজিস্ট্রেশন

গাড়ির জন্য সরকারিভাবে প্রযোজ্য বিভিন্ন ফি অনলাইনে পরিশোধ করার সুবিধা চালু করল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএএই সুবিধা পেতে www.ipaybrta.cnsbd.com থেকে Sign Up-এ গিয়ে নিবন্ধন করতে হবেএরপর পরের পাতার User Type থেকে Owner of a Registered Vehicle নির্বাচন করলে User Registration পাওয়া যাবেফরমটি পূরণ করে User Sign In বক্সে Sign In করলে Vehicle Registration আসবেএখান
থেকে Online Fees & Tax Payment নির্বাচন করতে হবেএরপর Vehicle Details বক্সে গাড়ি সম্পর্কিত সব তথ্য সঠিকভাবে লিখে (রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ব্লু-বুকে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে) TAX টোকেন সংগ্রহের ব্রাঞ্চ নির্বাচন করে Validate-এ ক্লিক করতে হবেএরপর Vehicle Verification বক্স থেকেView Details-এ ক্লিক করে Re-Verification বক্সে গিয়ে Verify নির্বাচন করতে হবেআবারও ওপরের মেন্যুর বাঁ দিকে Online Fees & Tax Payment নির্বাচন করতে হবেএরপর Vehicle Selection For Payment থেকেMake Payment-এ ক্লিক করলে Payment Head আসবে এখানে Fees নির্বাচন করে Add-এ ক্লিক করতে হবেএবার Pay Now করে টাকার অঙ্ক বসিয়েPayment Confirmation বক্সের Confirm-এ ক্লিক করতে হবেপরের পাতায় Bank Charge-এর সঙ্গে একমত হলে Yes ক্লিক করতে হবেএবার এটিএম কার্ড সম্পর্কিত সব তথ্য (Card নম্বর, CVV/CVC, Expire হওয়ার তারিখ, আপনার পুরো নাম) বসাতে হবেসফল Transaction হয়ে গেলে Print Receipt ক্লিক করলেই কাজ শেষReceiptটি বিআরটিএতে দেখালেই তা গ্রহণযোগ্য হবে

No comments:

Post a Comment