Home

Friday, July 5, 2013

ড্রাইভিং লাইসেন্স কোথায় এবং কিভাবে নবায়ন করবেন?

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ দেশের সড়ক পরিবহণ এবং সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমালার প্রয়োগ ও পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই সংস্থাটি যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় মোটর যান বিধিমালা- ১৯৮৩ -এ উল্লেখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে। ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য গাড়ী চালনার পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব পর্যন্ত শিক্ষানবিশ
ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হয়। পেশাদারী ড্রাইভিং লাইসেন্সের জন্য ২০ বছর এবং অপেশাদারী ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম ১৮ বছরের যে কোন ব্যক্তি আবেদন পত্র দাখিল করতে পারবেন [সূত্র: অনুচ্ছেদ ৪, মোটর যান বিধিমালা-১৯৮৩]। এ ছাড়া যানবাহনের ফিটনেস সার্টিফিকেট, যানবাহন রেজিষ্ট্রেশন এবং রুট অনুমোদনের জন্য বিআরটিএ-এর নিকট নির্ধারিত নিয়মে আবেদন করতে হয়।
 বিআরটিএ-এর নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে-ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন। ফিটনেস সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন সার্টিফিকেট এবং যানচালক নির্দেশকের লাইসেন্স প্রদানও এই সংস্থার কার্যকর্মের আওতাভুক্ত। এছাড়াও এ সংস্থা নিরাপদ যান চালনা এবং মোটরযান আইন বিষয়ক তথ্য প্রচারের মাধ্যমে অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য সভা ও কর্মশালার আয়োজন করে থাকে। এই সংস্থা শহরের সাধারণ পরিবহণ রুটের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের কাজ করে থাকে।

কোথায় ড্রাইভিং লাইসেন্স করাবেন
দেশের প্রায় সব জেলায় স্থানীয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স করা যায়  ড্রাইভিং লাইসেন্স করতে আপনাকে ১৮ বছরের উধর্ব হতে হবে
ঢাকায় যোগাযোগের ঠিকানা
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)
মিরপুর-১০, ফোন : ৯০০৩৬৬৬, ওয়েবসাইট : www.brta.com
কিভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন?
বিআরটিএ দুই রকম ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকেপ্রফেশনাল ও নন-প্রফেশনালপ্রফেশনাল লাইসেন্স নবায়ন করতে ১০৫০ টাকা ফি জমা দিতে হবে আর নন-প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য ১৭৫০ টাকা ফি হিসেবে জমা দিতে হবেড্রাইভিং লাইসেন্সের মেয়াদ-উত্তীর্ণ সময়ের পরিমাপের ওপর জরিমানা দিতে হবে কর্তৃপক্ষকেএ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ-উত্তীর্ণ সময় এক বছরের বেশি হলে ২০০ টাকাএক বছরের কম হলে ১০০ টাকা জরিমানা দিতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র
  • স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি
  • পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি
  • লাইসেন্সের দুটি ফটোকপি
  • লাইসেন্সের লেমিনেটিং কপি
ব্যাংকের মাধ্যমে ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়ন:
বর্তমানে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বাকি উপজেলার বাসিন্দাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য ফি জমা দিতে আর ডাকঘরে যেতে হচ্ছে নাব্যাংকের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়া যাবেএ বিষয়ে বিআরটিএর জরুরি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফি জমা নেওয়ার ব্যাংক হচ্ছে মিরপুরের বিআরটিএর অফিসে থাকা ব্র্যাক ব্যাংকের বুথ; সাউথইস্ট ব্যাংকের ধানমন্ডি, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, শ্যামলী, কারওয়ান বাজার, নিউ এলিফ্যান্ট রোড, কাকরাইল, মৌচাক, গুলশান, উত্তরা, বনানী, মতিঝিলের (প্রধান শাখা) এবং করপোরেট যেকোনো শাখা১ ডিসেম্বর থেকে অবশ্য দেশের অন্যান্য জেলা ও মহানগর এলাকার সাউথইস্ট ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দেওয়া যাবেআবার ওই দিন থেকে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর বিআরটিএর অফিসের ব্র্যাক ব্যাংকের বুথ চালু করা হবে সেগুলোয় কর ও ফি জমা দেওয়া যাবে
ব্যাংকের শাখা ও বুথের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার জন্য প্রথমবার গ্রাহককে সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে যোগাযোগ করতে হবে সেখানে ফির অবস্থা জানতে হবে, তারপর টাকা জমা দিতে হবেটাকা জমা দিতে গ্রাহকদের কোনো জমা বই পূরণ করতে হবে নাকেবল গাড়ি বা লাইসেন্সের মূল ডকুমেন্টস দেখালেই চলবেটাকা জমা দেওয়ার পর বিআরটিএর যেকোনো অফিস থেকেই জানা যাবে তা আসলে জমা হয়েছে কি না

গুরুত্বপূর্ণ সংযোগ

# বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
# সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অফিস সমূহ
# ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র
# ফিটনেস সার্টিফিকেটের আবেদনপত্র
# যানবাহন নিবন্ধনের আবেদন পত্র
# রুট পারমিটের আবেদন পত্র
# করের হার এবং অন্যান্য ফি
# ট্রাফিক প্রতীক
যানবাহন সংক্রান্ত তথ্যাদি

No comments:

Post a Comment