Home

Friday, July 5, 2013

হজ্ব বিষয়ক একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট চালু

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করে থাকেন। বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হাজীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং এ সংক্রান্ত সকল কাজের সমন্বয় করে থাকে। প্রতিবছর জাতীয় হজ্জ্বনীতি অনুসারে এই সকল কার্যাদি সম্পন্ন হয়। হজ্জ্বব্রত পালনে ইচ্ছুক ব্যক্তি সরকারী ব্যবস্থাপনায় কিংবা সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যেতে পারেন।
 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে হজ্ব বিষয়ক একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট চালু রয়েছে। এই ওয়েবসাইট হজ্বযাত্রী ও তাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, এজেন্ট এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রকাশ করে থাকে। তাছাড়া হজ্জ্বের সময়ে এই ওয়েবসাইটের মাধ্যমে হাজীদের অবস্থা সম্পর্কে জানা যায়। এ বছর ২০১২ সালে মোট ১,২০,০০০ যাত্রী হজ্জ্ করতে যাবেন বলে আশা করা হচ্ছে।

(সূত্রঃ http://www.hajj.gov.bd/)

গুরুত্বপূর্ণ সংযোগ

# হাজী অনুসন্ধান
# হজ্জ টিপস 
# যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানী) বিধিমালা
# হজ্জ প্যাকেজ-২০১২
# ফ্লাইট সময়সুচি
# জাতীয় হজ্জনীতি ২০১০-২০১৪
# হজ্জ এজেন্সি তথ্য
# হজ্জ ফরম

হজ্জ তথ্য

No comments:

Post a Comment